যারা নিউইয়র্ক এবং নিউজার্সির মধ্যে যাতায়াতের জন্য হল্যান্ড ট্যানেল ব্যবহার করেন, তাঁদের জন্য খবর হচ্ছে আগামই কয়েক বছর নিউজার্সিমুখী ট্যানেল কার্যত বন্ধই থাকবে। প্রায় এক দশক আগে হ্যারিকেন স্যান্ডির সময়ে ক্ষতিগ্রস্থ হওয়া ট্যানেল মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ফলে নিউজার্সিমুখী সপ্তাহের ছয়দিনই রাতের বেলা বন্ধ থাকবে। আসছে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ২০২৫ সাল পর্যন্ত এই বন্ধ ও মেরামত কাজ চলবে।
পোর্ট অথরিটি কতৃপক্ষ জানিয়েছে হল্যান্ড ট্যানেলে ব্যাপক মেরামত কাজ প্রয়োজন। হ্যারিকেনে ক্ষতিগ্রস্থ হওয়া ট্যানেলে বৈদ্যুতিক ও প্লাম্বিং সমস্যা দেখা দিয়েছে। নিউইয়র্কমুখী ট্যানেলের প্রবেশপথ এরমধ্যেই মেরামত করা হয়েছে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্র ও শনিবারে মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে নিউজার্সিমুখী ট্যানেলের প্রবেশপথ।