সিলেট প্রতিনিধি ঃ সুনামগন্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় আব্দুস সালাম (৩০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু ঘটেছে। রোববার (২৭নভেম্বর) সকালে উপজেলার বোকারভাঙ্গা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
আব্দুস সালাম উপজেলার বড়কাপন গ্রামের আলা উদ্দিনের ছেলে এবং জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের খণ্ডকালীন প্রভাষক।
স্থানীয় সুত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন আব্দুস সালাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।