ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে  বিক্রি শুরু হয়েছে সকাল ৮টায়। প্রতিবছর কয়েক মুহূর্তের মধ্যে অগ্রিম টিকিট শেষ হয়ে গেলেও প্রথম দিন সকাল ১০টাতেও ১০ হাজার আসন ফাঁকা ছিল। 

বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় সহযোগী কোম্পানি সহজ সিনেসিস ভিনসেন্ট জেভি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানান। তিনি বলেন, ঈদের পাঁচদিন আগে হওয়ায় মানুষের আগ্রহ একটু কম আছে, তাই সকালে একসাথে সর্বোচ্চ ৪০ হাজার মানুষ হিট করে অনলাইনে টিকিট নেয়ার জন্য। 

শুক্রবার (৭ এপ্রিল) ২৮ হাজার ২৫২ টি অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ঢাকা- খুলনা রুটে চিত্রা এক্সপ্রেসের নন এসি ও শোভন কোচের কয়েকটি আসন ফাঁকা। তবে সুন্দরবন এক্সপ্রেসের কোনো টিকিট ছিল না। আবার ঢাকা-চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস ট্রেনে তিনটি আসন অবশিষ্ট ছিল।

 ঢাকা-ব্রাক্ষণবাড়িয়া রুটের মহানগর প্রভাতী ও পারাবাত এক্সপেসের স্বল্প সংখ্যক  আসন খালি দেখা যায়। তবে, কোনো ট্রেনেরই এসি কোচ ফাঁকা দেখা যায়নি। ঢাকা-রাজশাহী রুটেরও কয়েকটি ট্রেনের কিছু সংখ্যক আসন ফাঁকা দেখা গেছে। ঈদযাত্রারা অগ্রিম টিকিটের প্রথম দিনে দেওয়া হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট। 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *