ঘরের মাঠে সফরকারী পাকিস্তান যুবাদের কাছে হার বাংলাদেশের যুবাদের। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কছে হেরেছে ৯ উইকেটের ব্যবধানে। এর আগে একমাত্র চারদিনের ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশের যুবার।
৬ই মে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৬৫ রানে আটকে দিয়ে ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে টাইগার যুবা দলের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। ৫ম ওভারে শিবলি যখন ১৫ বলে ২ রান করে আউট হন দলের রান তখন মাত্র ৬।
শেখ পারভেজ জীবন (২৬ বলে ১৯), ওয়াসি সিদ্দিকিদের (২৩ বলে ১৫) সাহায্য নিয়ে বাংলাদেশকে ১৬৫ অব্দি নিয়ে যান সাতে নামা মাহফুজুর রাব্বি। ১০০ বল খেলে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন শেষ অব্দি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই বেগ পেতে হয়নি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খানের ফিফটিতে ৩৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
১১৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮৩ রান করে আউট হন শাহজাইব। তাকে ফেরান মাহফুজুর রাব্বি। আজান অপরাজিত থাকেন ৬৯ রান করে।বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আমির হাসান।