এমপি হাবিব একাদশের কাছে পরাজিত হয় ব্যারিস্টার সুমন একাদশ
মানবতার কল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অসংখ্য শিক্ষা, সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেছেন, দেহকে সুস্থ, কর্মক্ষম ও প্রাণ-প্রাচুর্যে পূর্ণ করার জন্যে খেলাধুলা অপরিহার্য। সুস্থ শরীর মনের যে শক্তি ও সুদৃঢ় বুনিয়াদ রচনা করে দেয়, তাতে মানুষ পরবর্তীকালে জীবনযুদ্ধে মনোবল না হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে। মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
গতকাল শনিবার দক্ষিণ সুরমা উপজেলার রাগীবনগরস্থ রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের মাঠে এমপি হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর মধ্যকার প্রীতি ম্যাচের উদ্বোধনকালে এসব কথা বলেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে অগ্রণী ভূমিকা পালন করছেন ব্যারিস্টার সুমন। দেশের ফুটবলের উন্নয়নে নিজের অর্থায়নে ও নিজের প্রচেষ্টায় একাডেমি গড়ে তুলেছেন তিনি (সুমন)।
খেলা পরিচালনা কমিটির আহবায়ক, এমদাদুর রহমান এমদাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মকব্বির আলী এবং যুগ্ম-আহবায়ক কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, কামাল বাজারের কৃতি সন্তান দানবীর আলহাজ্ব এম এ হাসিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান মুহিদ, উপজেলা ভূমি অফিসার মাখন চন্দ্র, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বশির উদ্দিন, আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফিক রহমান, কামাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান, প্রবাসী পল্লী গ্রুপের ডাইরেক্টর নাসিম রহমান প্রমুখ। খেলায় এমপি হাবিব একাদশের কাছে পরাজিত হয় ব্যারিস্টার সুমন একাদশ।
Source: Sylheter dak