টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার টানা চার জয়। পাওয়ার প্লেতে সর্বোচ্চ। ৭ বলের মধ্যে তাসকিনের ৪ উইকেট। চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টিটা বাংলাদেশকে অনেকগুলো রেকর্ডই উপহার দিয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার সর্বোচ্চ টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ দল। প্রথমবার ২০২১ সালে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার (৩ ম্যাচ) বিপক্ষে।
পাওয়ারপ্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ৭৬ রান, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
২০৭/৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ৪ বল আগে খেলা না থামলে সর্বোচ্চ রানের রেকর্ডটাও হয়তো হয়ে যেত।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ
বিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|
২১৫/৫ | শ্রীলঙ্কা | কলম্বো | ২০১৮ |
২১১/৪ | ওয়েস্ট ইন্ডিজ | মিরপুর | ২০১৮ |
২০৭/৫ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
২০০/৩ | জিম্বাবুয়ে | মিরপুর | ২০২০ |
১৯৪/৫ | জিম্বাবুয়ে | হারারে | ২০২১ |