বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স

অবশেষে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সিলেট। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে হতাশজনক পারফরম্যান্স ছিল সিলেট স্ট্রাইকার্সের। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারে বর্তমান রানার আপরা। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠান দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকত। ব্যাট করতে বিপর্যয়ে পড়লেও অধিনায়ক মোহাম্মাদ মিথুনের ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। দলের পক্ষে ৪৬ বলে ৫৯ রান করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মোহাম্মাদ মিথুন।

সিলেট স্ট্রাইকার্সের পেসার রিচার্ড নাগাভারার বোলিং তোপে ধুঁকতে থাকে ঢাকার ব্যাটাররা। ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দুর্দান্ত ঢাকা। দলীয় ৫২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দুর্দান্ত ঢাকা দলটি।

সিলেট স্ট্রাইকার্সের বোলারদের সামনে এরপর আর সুবিধা করতে পারেনি দুর্দান্ত ঢাকার কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষ দিকে তাসকিন আহমেদের ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস হারের ব্যবধান কমায়। ২০ ওভারে ৯ উইকেটন হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ঢাকা। সিলেটের পক্ষে নাগাভারা নেন ৪টি উইকেট।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *