জুমাস ডেস্ক: ‘বিশ্বকাপ’ জয় হোক না হোক, স্বর্ণ মোড়ানো ১১ কেজির ট্রফিটি এখন আছে বাঘের ডেরাতেই।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ট্রফি আনা হয় ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টায় ট্রফি আনার পর তা মাঠের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এশিয়া কাপ এবং বিশ্বকাপ উপলক্ষে চলমান ক্যাম্পে থাকা বেশ কয়েকজন বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলেছেন ক্রিকেটার, কোচ, স্টাফ ও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা।
পাশাপাশি বিসিবির কর্মকর্তা-কর্মচারীরা ট্রফি দেখার সুযোগ পান এবং ফটোসেশনে অংশ নেন।
এরপর ট্রফি আনা হয় স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে। সেখানে বিকেএসপির খুদে ক্রিকেটাররা দলবদ্ধভাবে ট্রফি প্রদর্শনীতে অংশ নেন। পরবর্তীতে সুযোগ পান গণমাধ্যমকর্মীরা। বিশ্বকাপ ট্রফি দুপুর ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলায় প্রদর্শিত হয়। আগামীকাল ৯ আগস্ট বুধবার সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন। দর্শকরা খুব কাছে থেকে ট্রফি দেখতে ও ছবি তুলতে পারবেন। এরপর রাতেই দেশ ছাড়বে বিশ্ব ক্রিকেটের এই রাজমুকুট।