প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে আছে। সমাজে সম–অধিকার প্রতিষ্ঠা করতে হলে তথ্য–প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। এটা মৌলিক মানবাধিকারের একটা অংশ। এ ক্ষেত্রে সরকারকে উদ্যোগী হতে হবে এবং যেকোনো নীতি নির্ধারণে গুরুত্ব দিতে হবে নারীকে।
আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কার্যালয়ে ‘তথ্য–প্রযুক্তিতে নারীর অভিগম্যতা ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি’ শীর্ষক এই প্রাক্-বাজেট সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী। সেখানে বলা হয়, নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান এবং বিভিন্ন সেবায় অভিগম্যতাকে গুরুত্ব দিতে হবে। মুঠোফোন ব্যবহারে নারীর অংশগ্রহণ বাড়লেও ইন্টারনেট ব্যবহারে এখনো বড় ধরনের ফারাক রয়েছে। ডিজিটাল অভিগম্যতা মৌলিক মানবাধিকারেরই একটি অংশ। এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, উন্নয়ন ত্বরান্বিত ও সমতা নিশ্চিত করার লক্ষ্যে টাস্কফোর্স প্রণয়নের ব্যাপারে সরকার উদ্যোগ নিতে পারে। তবে নানাবিধ সামাজিক–রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে প্রদত্ত বাজেট পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যায় না বলে উল্লেখ করেন তিনি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, বাংলাদেশে প্রযুক্তি খাতে নারী ও পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে হলে বাজেটে বরাদ্দ থাকতে হবে।
উদ্যোক্তাদের প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে বাজেটে খুব বেশি পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সহসভাপতি এবং ইউওয়াই সিস্টেম লিমিটেডের প্রধান নির্বাহী ফারহানা আনোয়ারা রহমান।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, যেকোনো নীতিনির্ধারণের ক্ষেত্রে নারীকে গুরুত্ব দিতে হবে।সভায় আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রুমানা আলী ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।
Source : Prothom alo