জ্বালানি তেল আমদানিতে আগাম কর প্রত্যাহার হতে পারে

আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের জ্বালানি তেল আমদানিতে আগাম কর প্রত্যাহার করে নেওয়া হতে পারে। বর্তমানে এসব পণ্যের আমদানি পর্যায়ে ৫ শতাংশ আগাম কর দিতে হয়। বর্তমানে অকটেন, পেট্রল, ডিজেল, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলে আমদানি পর্যায়ে ১০ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ ভ্যাটসহ অগ্রিম আয়কর, আগাম ভ্যাট আছে। আগাম কর কমালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি খরচ কিছুটা কমবে। এ বিষয়ে এনবিআর কর্মকর্তারা বলছেন, জ্বালানি তেলের আমদানি খরচ কমাতে এই কর প্রত্যাহার করা হতে পারে, যার মূল উদ্দেশ্য হলো মূল্যস্ফীতির চাপ কমানো।

জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হলে সেই সুবিধাটি দেশের সাধারণ মানুষ অবশ্যই পাবে। কারণ বিপিসির আমদানি খরচ কমলে তেলের দামও কমবে।’

Loading