মিনিসোর বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে সিলেটে

জাপানের ফার্স্ট গ্রোয়িং ডিজাইনার স্টোর মিনিসোর ২৫তম বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে সিলেটে। আগামীকাল শনিবার সিলেট শহরের কুমারপাড়া রোডের এ–ব্লকে বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করা হবে। প্রথম তিন দিন সব ধরনের পণ্যে ২০ শতাংশ মূল্যছাড় থাকবে।

সিলেটে মিনিসো ব্যবসা সম্প্রসারণের জন্য ৬ আগস্ট সাব–ফ্র্যাঞ্চাইজি চুক্তি স্বাক্ষর করে মিনিসো বাংলাদেশ লিমিটেড। মিনিসো বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দ্বিপক্ষীয় চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরী, পরিচালক শাহ আদিব চৌধুরী, শাহ রাইদ চৌধুরী, চৌধুরী আসিফুজ্জামান ও ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান সফটটেক্স রিটেইলের স্বত্বাধিকারী মো. রেজোয়ান সেলিম।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও রাজশাহীতে মিনিসোর ২৪টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

Loading