গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিজিএপিএমইএর

শিল্প ও বাণিজ্য খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিংম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১১ টাকা ৯৮ পয়সা থেকে প্রায় তিনগুণ বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ) জন্য ইউনিটপ্রতি ১৬ টাকা ৩০ পয়সা (প্রতি ঘনমিটারে ১৮ টাকা ২২ পয়সা বেশি), মাঝারি শিল্পের বর্তমান প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১১ টাকা ৭৮ পয়সা থেকে ৩০ টাকা (প্রতি ঘনমিটারে ১৯ টাকা ২২ পয়সা), ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহূত প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১০ টাকা ৭৮ পয়সা থেকে ৩০ টাকা (ইউনিটপ্রতি ১৯ টাকা ২২ পয়সা বেশি) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক খাতেও গ্যাসের মূল্য অস্বাভাবিক বাড়ানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজিএপিএমইএ।

শিল্প খাতে গ্যাসের আগের দাম বহাল রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। বিজিএপিএমইএর ভাষ্য, বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক মন্দা, ক্রয়াদেশ না পাওয়া, প্রাপ্য ক্রয়াদেশের মূল্য না পাওয়া বা বিলম্বে পাওয়াসহ নানা সমস্যার মধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সময় শিল্প খাতে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের ২ হাজার প্রতিষ্ঠানের অধিকাংশই সক্ষমতা হারাবে। এর ফলে তারা ব্যাংক লোন পরিশোধে অক্ষম হয়ে দেউলিয়ায় পরিণত হবে।

Loading