বঙ্গবাজারে আগুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফুলবাড়িয়া শাখায় লেনদেন বন্ধ

প্রধান কার্যালয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা পরিদর্শনের পর লেনদেন শুরুর সিদ্ধান্ত জানাবে ব্যাংক কর্তৃপক্ষ।বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের এনেক্সকো টাওয়ারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফুলবাড়িয়া শাখায় লেনদেন বন্ধ রাখা হয়েছে।মঙ্গলবার সকালের ওই অগ্নিকাণ্ডে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে পুড়ে ছাই হয়ে যায়। এনেক্সকো টাওয়ারেও আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওই শাখার বড় ধরনের ক্ষতি না হলেও সিলিং ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজম আলী খান জানান।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলে, “দেয়াল থাকায় আগুন ব্যাংকের ভেতরে প্রবেশ করতে পারেনি। শাখার দক্ষিণ দিকের সিলিং খুলে ফেলা হয়েছিল, যাতে আগুন থেকে বেঁচে থাকা যায়। ফলে বড় কোনো ক্ষতি হয়নি।

“প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগকে পরিদর্শন করতে আহ্বান জানানো হয়েছে। তারা পরিদর্শন শেষ করলে লেনদেন প্রক্রিয়া শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।”পুরো এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা বুধবার জানা যাবে।

এদিন সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কাঠ ও টিন দিয়ে তৈরি তিন তলা বঙ্গবাজার মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট ভষ্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ারসহ আরও কয়েকটি ভবন। এনেক্সকো টাওয়ারের দ্বিতীয় তলায় উত্তরের দিকের সম্মুখ অংশ দিয়ে এমটিবি ব্যাংক শাখায় প্রবেশ করতে হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *