কোরবানী ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন ছাড়িয়েছে সাড়ে ৭০০ কোটি টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৮ পয়েন্ট বেড়েছে। ঈদের ছুটিতে আগামীকাল মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
বাজার–সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগের শেষ কার্যদিবস হওয়ায় এদিন বাজারে বিক্রির চাপ ছিল কম। কারণ, আজ যারা শেয়ার বিক্রি করেছেন ঈদের আগে তাদের আর টাকা তোলার সুযোগ নেই। তাই বিক্রেতার চেয়ে বাজারে ক্রেতা ছিল বেশি। যার ফলে দিন শেষে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে।
ঢাকার বাজারে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের হাতবদল হয়। তার মধ্যে ২০০টি সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে থাকায় দাম ছিল অপরিবর্তিত। আর দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৪৬টির। হাতবদল হওয়া বেশির ভাগ শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। ৮ জুনের পর এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। আজ দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭৭০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩১ কোটি টাকা বেশি।
ডিএসইতে আজও মূল্যবৃদ্ধি ও লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। উৎপাদন বন্ধ থাকা এ কোম্পানির শেয়ারের গতকালও সর্বোচ্চ ১০ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা দাম বেড়েছে। আর লেনদেন হয়েছে ২০ কোটি টাকার বেশি। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ২০ পয়সায়। তিন মাসের ব্যবধানে এটির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। অথচ এক বছরেরও বেশি সময় ধরে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সাব কন্ট্রাক্টে অন্য কোম্পানির জন্য পণ্য বানানো হচ্ছে কোম্পানিটির কারখানায়।
বাজার–সংশ্লিষ্টরা বলছেন, বাজারে গুজব ছড়িয়ে কিছুদিন ধরে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটানো হচ্ছে। গত ১৬ এপ্রিলও কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১০ টাকা অভিহিত মূল্যের নিচে। এখন তা দ্বিগুণের বেশি বেড়েছে।