জুমাস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল রোববার (১১ আগষ্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন আমেরিকার কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার কোন অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি।
ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার বক্তব্য, ‘সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেয়ার’ বিষয়ে জানতে চাওয়া হয়।
এ জবাবে তিনি বলেন, সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেয়ার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি শুধু এটুকু বলতে পারি, আমি এ রকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে, রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে। খুবই আনলাইক।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বললে পদক্ষেপে নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের বন্ধু। এই কাজে দিল্লিও সহযোগিতা করবে ঢাকাকে।
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র স্মুথ করতে চাই। এখন পর্যন্ত পজিটিভ ইনডিকেশন পাচ্ছি। তাদের (বিদেশি) যেসব কনসার্ন, সেগুলো কিন্তু আমাদেরও কনসার্ন। মানবাধিকার নিয়ে কেউ কিছু বললে, সেটা তো আমাদেরও কনসার্ন।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে স্থিতিশীলতা ফেরার পর নতুন সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হবে । তিনি বলেন, নির্বাচনে মাধ্যমই এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে। এর কোনো ব্যত্যয় হবে না।
ছাত্র আন্দোলনে সহিংসতা নিহতের তদন্ত হবে জানিয়ে, তিনি আরও বলেন, প্রয়োজন হলে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে। বিভিন্ন দূতাবাসের কার্যক্রম শুরু করতে সোমবার (১২ আগষ্ট) কূটনীতিক বৈঠকে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানানো হবে।