সাত মাস পর সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

বাজেটের পর শেয়ারবাজারের লেনদেনে নতুন করে গতি সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজেটের পর গত দুই কার্যদিবসেই ডিএসইতে ১ হাজার ২৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সাত মাস পর ঢাকার বাজারে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৮ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ ১ হাজার ৪৯৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে শেয়ারবাজার বিষয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে শেয়ারবাজারে যেসব সুবিধা বিদ্যমান ছিল, সেখানে কোনো পরিবর্তন হয়নি। আবার নতুন করে কোনো সুবিধা যুক্তও হয়নি। ফলে বাজেটের পর শেয়ারবাজারে লেনদেনে নতুন করে গতি সঞ্চার হয়েছে।

বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজার নিয়ে বাজেটে খারাপ কিছু নেই, এতেই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন। কারণ, বাজেটের আগে শোনা গিয়েছিল, শেয়ারবাজারে বিনিয়োগ করে করদাতা বিনিয়োগজনিত যে কর রেয়াত সুবিধা পেতেন, তা তুলে নেওয়া হবে। কিন্তু সেটি হয়নি। এ কারণে নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী আবার বাজারে সক্রিয় হয়েছেন।

ঢাকার বাজারে লেনদেনে গতি থাকলেও হাতবদল হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে আজ। যদিও তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে দেড় শতাধিক কোম্পানি এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। যে কারণে এসব কোম্পানির শেয়ারের হাতবদল হচ্ছে না। ঢাকার বাজারে আজ ৩৬২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়। এর মধ্যে ফ্লোর প্রাইসে আটকে থাকা ১৭৯টি প্রতিষ্ঠানের কোনো হাতবদল হয়নি। এর বাইরে লেনদেন হওয়া ১৮৩ প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম কমেছে, বেড়েছে ৭১টির। এতে দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে।

ঢাকার বাজারে আজও লেনদেনের শীর্ষে ছিল বিমা খাত। ডিএসইর মোট লেনদেনের ২৩ শতাংশ বা ২৬৯ কোটি টাকা ছিল বিমা খাতের। এরপরে লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল তথ্যপ্রযুক্তি খাত। এ খাতের লেনদেনের পরিমাণ ছিল ১৬২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৪ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল লুব–রেফ বাংলাদেশ। এদিন কোম্পানিটির ৫৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইনস্যুরেন্স। এদিন কোম্পানিটির ৪৬ কোটি টাকার লেনদেন হয়। মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিডি অটোকারস। প্রকৌশল খাতের এ কোম্পানিটির শেয়ারের দাম এক দিনে ১৬ টাকা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ টাকায়।

Loading