সিলেটের মদন মোহন কলেজ কমার্স ফ্যাকাল্টি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গেট টুগেদার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের আহবায়ক ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং তারাপুর ক্যাম্পাস ইনচার্জ অধ্যাপক জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদীপ কুমার দে, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মনজুর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আমিরুজ্জামান চৌধুরী, শরীরচর্চা বিভাগের শিক্ষক যিশুতোষ দাশ।
সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক মৌসুমী মল্লিক এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লাহিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় আলোচনা পর্ব শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে র্যাফেল ড্রর পুরস্কারের সৌজন্যে ছিলেন কলেজের সাবেক শিক্ষার্থী জাকির হোসেন চৌধুরী।