–সৈয়দ আহমদ জুয়েদ
প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজনে গত ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে লেখক অধ্যাপক ড: আহমদ মোশতাক রাজা চৌধুরীর উপস্থিতিতে তার নিজের
“আমার ব্র্যাক-জীবন” গ্রন্থের আলোচনা অনুষ্ঠিত হয় |
অনুষ্ঠানটি স্বঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুধীজন অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান প্রথম আলো উত্তর আমেরিকা’র সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞানী এবং ফার্মাসিস্ট লিয়াকত হোসেন।
কলম্বিয়া ইউনিভার্সিটির পাবলিক হেলথ্ বিভাগের অধ্যাপক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী তাঁর লেখা একজন উন্নয়ন কর্মীর বেড়ে ওঠা “আমার ব্র্যাক-জীবন” শীর্ষক গ্রন্থের আলোচনায় , বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাকের সাবেক ভাইস চেয়ারম্যান এবং পরিসংখ্যানবিদ-গবেষক ডা. রাজা বলেন, ব্র্যাক বাংলাদেশের স্বাধীনতার একটি ফসল। স্বাধীনতা পরবর্তীকালে দেশ গঠনে তথা দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, স্বাস্থ্যখাতের অগ্রগতিতে তথা প্রান্তিক মানুষের জীবন মানউন্নয়নে কাজ শুরু করে ব্র্যাক। আজ ব্র্যাক বাংলাদেশসহ পৃথিবীর ১১টি দেশে কাজ করে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সান্নিধ্যে সুদীর্ঘ ৪২ বছর ব্র্যাকে কাজ করতে গিয়ে কাছ থেকে দেখেছি বাংলাদেশের এগিয়ে যাওয়া। সেটি যেমন আলোকপাত করা হয়েছে তেমনি দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, অর্জন, গবেষণা, প্রাপ্তিসহ নানান দিক তুলে ধরার চেষ্টা করেছি বইয়ে।
সভাপতির. বক্তৃতায় এডভান্স ফার্মাসিউটিক্যালসের ভাইস প্রেসিডেন্ট, “রিভিভিফাই ” নামের বিস্ময়কর সাপ্লিমেন্টের আবিষ্কারক, বিজ্ঞানী লিয়াকত হোসেন বলেন, জীবনের এ সময়ে নিজের জন্য তাঁর কিছুই চাওয়ার নেই। প্রথম আলো উত্তর আমেরিকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। তাঁর সমস্ত প্রয়াস এখন মানুষের কল্যাণে উৎসর্গ করা বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য , বিজ্ঞানী লিয়াকত হোসেনের আবিষ্কার বিশ্বের এক নম্বর সাপ্লিমেন্ট “রিভিভিফাই” মানুষের জীবন কে রোগমুক্ত সুস্থ জীবনের নিশ্চয়তা দেয় | উপস্থিত অনেকেই তাই বিজ্ঞানী লিয়াকত হোসেন কে ” রিভিভিফাই ” এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন |
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- কবির কিরন, বেনজির শিকদার এবং গান পরিবেশন করেন জাকির হোসেন। আলোচনা পর্বে অংশ নেন হাসান ফেরদৌস, শেখ আখতারুল ইসলাম, রহমান মাহবুব, সেকিল চৌধুরী, ডা. এহসান হক, মনোয়ারুল ইসলাম, এইচ বি রিতা, রওশন হক, শাহীন দিলওয়ার, মনিজা রহমান, রোকেয়া দিপা, আখতারুল আলম, ওয়াজেদ আহেম্মদ, নাসির শিকদার, ইসমত হানিফা, সুমাইয়া চৌধুরী, রাজীয়া নাজমী, আনিসুল কবির, আব্দুল কাইয়ুম, ফয়সাল ইয়াকুব, সামছুল ইসলাম, জাকির হোসেন, শাহজাদা চৌধুরী, সৈয়দ ফজলুর রহমান, রাণা ফেরদৌস, মনজুরুল হক, আব্দুল কাইয়ুম পারভেজ প্রমুখ।