জুমাস ডেস্ক: মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সিলেট তরঙ্গ সমাজ কল্যানের কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
গত ২০ ডিসেম্বর শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুন নাসের খান মাননীয় অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধান অতিথি আব্দুন নাসের খান বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। যাদের কল্যাণে আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন মানচিত্র ও স্বাধীন নাগরিকখা হিসেবে পরিচয় দিতে পেরেছি সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এছাড়াও গণঅভ্যুত্থান-২০২৪ এ আমাদের অর্জিত স্বাধীনতাকে সংরক্ষিত করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি আরো বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমরা ২০২৪ এ দেখেছি স্বাধীনতা রক্ষা করার জন্য সকল ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে এসেছিল। ঠিক একইভাবে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে স্বাধীনতা অর্জনের পাশাপাশি স্বাধীনতাকে রক্ষা করতে বিজ্ঞপ্তি।