কোটা সংস্কারে অসহযোগ আন্দোলন: অসহযোগ আন্দোলনের ডাকে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ, টিএসসি

জুমাস ডেস্ক: আজ রবিবার (৪ আগষ্ট) থেকে অসহযোগ আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে শাহবাগে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের জনস্রোত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মৎসভবন, কাঁটাবন ও টিএসসি এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

আজ রবিবার (৪ আগষ্ট) বেলা ১১টা থেকে কেন্দ্রীয়ভাবে শাহবাগে বিক্ষোভ ও গণসমাবেশ আয়োজনের কথা জানান আন্দোলনের সমন্বয়করা। বেলা সাড়ে ১০টার দিকে লাঠিসোটা নিয়ে শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ শুরু করেন পুরান ঢাকার চকবাজার থেকে আসা একদল শ্রমিক।

এ সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বাধে। আগুন দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেশ কয়েটি গাড়িতে। দুপুর সাড়ে ১২টায় ফায়ার সার্ভিস এসে প্রায় আধা ঘণ্টা সময় ব্যয় করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে বেলা ১১টার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ্রগহণে শাহবাগ মোড় জনসমুদ্রে পরিণত হয়। ধীরে ধীরে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মৎসভবন, কাঁটাবন ও টিএসসি এলাকায়ও ছড়িয়ে পড়েন। দুপর আড়াইটায় শেষ খরব পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের শাহবাগ, টিএসসিসহ আশে-পাশের এলাকায় বিক্ষোভ করতে দেখায়।

বিক্ষোভে তারা ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’, ‘এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড়’, ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘অভ্যুত্থান, অভ্যুত্থান, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, “রক্তের বণ্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দেন।

অসহযোগ আন্দোলনের পাশাপাশি রবিবার (৪ আগষ্ট) রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *