জুমাস ডেস্ক: যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলেন। তিনি অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন।
কাতারভিত্তিক আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বিদায় নেওয়া ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার এমন উদ্যোগ নিয়েছিল। কিন্তু এটি আর কার্যকর হবে না বলে জানিয়েছেন স্টারমার।
গত শনিবার (০৬ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কখনোই প্রতিবন্ধক ছিল না। আমি এই ধরনের প্রতারণা কৌশল অব্যাহত রাখব না, যেটি কোনো কাজে দেয় না।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, যেসব অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় করে আসেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর এই বিষয়টি খুব ভালো করেই জানে গ্যাংয়ের সদস্যরা। এরফলে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে নিয়ে আসা অব্যাহত রেখেছে তারা।
চলতি বছরের এপ্রিলে ঋষি সুনাকের আমলে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্কিত আইনটি পাস হয়। সে সময় বলা হয়েছিল যে রুয়ান্ডা হবে অভিবাসীদের জন্য নিরাপদ দেশ।
এর আগে, দেশটির সুপ্রিম কোর্ট রুয়ান্ডার পরিকল্পনাকে মানবিক কারণে অবৈধ বলে রায় দিয়েছিল।
কিন্তু ঋষি সুনাক আদালতের রায়কে বাতিল করে সংসদে আইন পাস করেন। এরপর মে মাস থেকে অভিবাসন প্রত্যাশীদের আটক ও গ্রেফতার করা হয়।