মক্কার আরাফাতের ময়দানে খুতবায় উঠে এলো ফিলিস্তিনিবাসীদের কথা

মক্কার আরাফাতের ময়দানে খুতবায় উঠে এলো ফিলিস্তিনিবাসীদের কথা

জুমাস ডেস্ক: মক্কার আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা অনুষ্ঠিত হয়েছে। এ বছর হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের আল মুয়াইকিলি। খুতবায় তিনি বিশেষভাবে ফিলিস্তিনিদের কথা উল্লেখ করেছেন এবং তাদের জন্য দোয়াও করেছেন।

খুতবায় তিনি বলেন, তাকওয়া মানুষকে সফলতা ও মুক্তি দেয়, তাকওয়া অবলম্বনকারীরা কিয়ামতের দিন দুঃখ-কষ্ট থেকে মুক্ত থাকবে। সে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তায়ালা তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে প্রতিদান দেবেন।

এ বছর ২ হাজার ৩২২ জন হজযাত্রীকে রাজকীয় আতিথ্য দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যার মধ্যে ইসরাইলের হাতে নিহত-আহত বা ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্য রয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনীর হাতে নিহত-আহত বা দখলদার রাষ্ট্রটির কারাগারে আটক এমন ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যকে রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর ৮৮টিরও বেশি দেশের ১ হাজার ৩০০ জন এবং সৌদি আরবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জোড়া লাগানো জমজ শিশুর পরিবারের ২২ সদস্যকেও হজে আমন্ত্রণ করা হবে।

এ প্রকল্পটি সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ এবং গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ২৬ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এ কর্মসূচির আওতায় ৬০ হাজারেরও বেশি হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 সৌদির ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেন, এই আদেশটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সৌদি নেতৃত্বের অব্যাহত যত্ন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব জোরদার করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *