test cricket last game-2023

শেষ বলে ছক্কা মেরে ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেস তারকা ব্রড

ওভালে তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। মূলত টেস্ট ক্যারিয়ার লম্বা করার জন্যই আগেভাগে সীমিত ওভারের ক্রিকেট ছেড়েছিলেন তিনি। এর ফলও হাতেনাতে পেয়েছেন।ইংলিশ এ পেসার ওয়ানডে ছেড়েছিলেন ২০১৬ সালে, টি-টোয়েন্টি আরও আগে ২০১৪ সালে।

ইতিহাসের দ্বিতীয় পেস বোলার হিসেবে ৬০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন। একজন পেসারের জন্য ১৬৭ টেস্ট খেলাও কম কথা নয়। সেই ব্রড পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্মরণ করেছেন যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা খাওয়ার ঘটনাটি। ছয় ছক্কার ওই ওভারটি নাকি তার ক্যারিয়ারের পতিপথ পাল্টে দিয়েছিল।

তিনি বলেন, সত্যিই সেই দিনটা খুব কঠিন ছিল। তখন কতোইবা আমার বয়স– ২১ কিংবা ২২, অনেক কিছু শিখেছিলাম। মানসিক একটা ধাক্কার মধ্য দিয়ে যেতে হয়েছিল আমাকে। বুঝতে পেরেছিলাম, আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জেতাতে হলে অনেক পথ পাড়ি দিতে হতে আমাকে। এর পরই নিজের প্রস্তুতি বাড়িয়ে দিয়েছিলাম। আগে আমার ফোকাস ছিল না। ম্যাচের পূর্বে বোলিং করতাম না। ওই ম্যাচের পর সব বদলে ফেলি। নিজেকে একজন যোদ্ধা হিসেবে গড়ে তোলা শুরু করি ওই ভয়াবহ অভিজ্ঞতার পরই। আজ আমি যেখানে, তা ওই ম্যাচের জন্যই। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কোথায় পৌঁছা্নো যায় সেটার জলজ্যান্ত উদাহরণ যেন ব্রড। ডারবানের সেই লজ্জার অভিজ্ঞতার পর নিজেকে নতুনভাবে গড়ে তোলেন তিনি। বিদায় নিচ্ছেন ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি একজন পেসার হিসেবে। টেস্টে আজ ক্যারিয়ারের ৯০তম ম্যাচে এসে এই সংস্করণে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ১০৯টি ছক্কা মেরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *