চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে আবারও হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে

জুমাস ডেস্ক: “আরেকটি সেমিফাইনাল, আরেকটি রোমাঞ্চকর লড়াই এবং দিন শেষে দক্ষিণ আফ্রিকার আরেকটি বিশাদের গল্প। ‘চাপে ভেঙে পড়া’ প্রটিয়ারা এবারও পারল না বিশ্বকাপে নকআউট পর্বের বাধা পেরুতে। তাদের হারিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।”

গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের দ্বিতীয় সেমিফাইনালে বার বার রং বদলানোর ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ৩ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে বাউন্ডারি হাঁকিয়ে ১৬ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত করেন অধিনায়ক প্যাট কামিন্স।

আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবেন প্যাট কামিন্সরা। বিশ বছর পর বিশ্বকাপের ফাইনালে আবারও দেখা হবে ভারত–অস্ট্রেলিয়ার। প্রতিশোধের জন্য এর চেয়ে ভালো মঞ্চ নিশ্চয় পেত না স্বাগতিক ভারত।

এ নিয়ে পাঁচবার টুর্নামেন্টটির সেমিফাইনালে খেললেও কোনোবারই ফাইনালের টিকেট পেল না দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে তিনবারই তাদের বিদায় নিতে হলো অস্ট্রেলিয়ার কাছে হেরে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য কাজটা কঠিন করে দেন দলের ব্যাটাররা। মাত্র ২১২ রানের সংগ্রহ পায় দল। এরপরও দারুণ লড়াই করে প্রটিয়া বোলিং লাইন-আপ। তবে ফিল্ডিংটা তাদের ভালো হয়নি। অনেকগুলো ‘হাফ চান্স’-এর সুযোগগুলো নিজেদের অনুকূলে নিতে পারলে অন্যরকম হতে পারত ম্যাচের ফল।
দক্ষিণ আফ্রিকার আসল লড়াই শুরু হয় টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানেই ৪ উইকেট হারানোর পর। রেকর্ড গড়া সেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ডেভিড মিলার।
অজিদের বোলিংয়ের পর ব্যাট হাতেও শুরুটা হয় দুর্দান্ত। ৬ ওভারেই ট্রাভিস হেড আর ডেভিড ওয়ার্নার জুটি যোগ করে ৬০ রান। এরপর লড়াইয়ে ফেরে প্রটিয়ারা।

বিশ্বকাপের নক আউট পর্বে ‘চোকার্স’ তকমা থেকে এবারও বেরিয়ে আসা হলো না দক্ষিণ আফ্রিকার। এর আগে ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সালে সেমিফাইনালে খেলেছে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১২ (ডি কক ৩, বাভুমা ৪, ফন ডার ডাসেন ৬, মার্করাম ১০, ক্লসেন ৪৭, মিলার ১০১, ইয়ানসেন ০, কুটসিয়া ১৯, মহারাজ ৪, রাবাদা ১০, শামসি ১*;

বোলিং: স্টার্ক ১০-১-৩৪-৩, হেইজেলউড ৮-৩-১২-২, কামিন্স ৯.৪-০-৫১-৩, জ্যাম্পা ৭-০-৫৫-০, ম্যাক্সওয়েল ১০-০-৩৫-০, হেড ৫-০-২১-২)

অস্ট্রেলিয়া: ৪৭.২ ওভারে ২১৫/৭ (হেড ৬২, ওয়ার্নার ২৯, মার্শ ০, স্মিথ ৩০, লাবুশেন ১৮, ম্যাক্সওয়েল ১, ইংলিস ২৮, স্টার্ক ১৬, কামিন্স ১৪;

বোলিং: ইয়ানসেন ৪.২-০-৩৫-০, রাবাদা ৬-০-৪১-১, মার্করাম ৮-১-২৩-১, কুটসিয়া ৯-০-৪৭-২, শামসি ১০-০-৪২-২, মহারাজ ১০-০-২৪-১)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড।

Loading