নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের জয়, বাংলাদেশের প্রাপ্তি

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের জয়, বাংলাদেশের প্রাপ্তি

জুমাস ডেস্ক: “ভারতের রান সংগ্রহে ব্যাটাররা গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। পরে বোলারদের তালিকায় নাম লেখালেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, সূর্যকুমার ইয়াদবরা। তবু নেদারল্যান্ডসের বিপক্ষে বিশাল ব্যবধানের জয়েই লিগ পর্ব শেষ করল ভারত। আর তাতে নিশ্চিত হলো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ।” গতকাল রোববার (১২ নভেম্বর) চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের জয় ১৬০ রানে। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে ৪১১ রানের বিশাল লক্ষ্যে ২৫০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৯ ম্যাচে শতভাগ জয়েই লিগ পর্ব শেষ করল ভারত। আসরে একমাত্র অপরাজিত দল বিশ্বকাপ স্বাগতিকরাই। অনেক আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচটি ছিল তাদের কাছে নিয়ম রক্ষার অথবা শেষ চারের প্রস্তুতির। বিশ্বকাপের এক আসরে এটিই ভারতের সর্বোচ্চ সংখ্যক জয়। বিপরীতে ৯ ম্যাচে নেদারল্যান্ডসের এটি সপ্তম পরাজয়। দশ দলের পয়েন্ট তালিকায় তারা সবার তলানীতে। তাদের সমান ৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ আসর শেষ করেছে আটে থেকে। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল নিয়েই পাকিস্তানে বসবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। শ্রেয়াস আয়ার আর লোকেশ রাহুলের শতকে টসজয়ী ভারত করে ৪ উইকেটে ৪১০ রান। ম্যাচর ভাগ্য বলতে গেলে তখনই লেখা হয়ে গিয়েছিল। দেখার বিষয় ছিল বল হাতে উড়ে যাওয়া নেদারল্যান্ডস ব্যাট হাতে কতটা লড়াই করতে পারে। সেই পরীক্ষায় ফেল করলেও ভালো নম্বরই পেয়েছে ডাচ ব্যাটাররা। ভারতের ইনফর্ম শক্তিশালী বোলিং লাইনআপ সামলে ৪৭.৫ ওভার খেলে ২৫০ রান তোলাও তো কম ব্যাপার নয়।  আগামী বুধবার মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৪১০/৪ (রোহিত ৬১, গিল ৫১, কোহলি ৫১, শ্রেয়াস ১২৮*, রাহুল ১০২, সূর্যকুমার ২*, অতিরিক্ত ১৫;

বোলিং: আরিয়ান ৭-০-৫২-০, লোগান ১০-০-১০৭-০, আকারম্যান ৩-০-২৫-০, মিকেরেন ১০-০-৯০-১, মারওয়ে ১০-০-৫৩-১, লিডে ১০-০-৮২-২)।

নেদারল্যান্ডস: ৪৭.৫ ওভারে ২৫০ (বারেসি ৪, দাউদ ৩০, আকারম্যান ৩৫, এঙ্গেলব্রেখট ৪৫, এডওয়ার্ডস ১৭, লিডে ১২, নিদামানুরু ৫৪, লোগান ১৬, মারওয়ে ১৬, আরিয়ান ৫, মিকেরেন ৩*, অতিরিক্ত ১৩;

বোলিং: বুমরাহ ৯-১-৩৩-২, সিরাজ ৬-১-২৯-২, শামি ৬-০-৪১-০, কুলদিপ ১০-১-৪১-২, জাদেজা ৯-০-৪৯-২, কোহলি ৩-০-১৩-১, গিল ২-০-১১-০, সূর্যকুমার ২-০-১৭-০, রোহিত ০.৫-০-৭-১)।

ফল: ভারত ১৬০ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: শ্রেয়াস আয়ার।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *