জুমাস ডেস্ক: “ভারতের প্রথমে মুখ থুবড়ে পড়ল প্রবল প্রতাপে ছুড়ে চলা শক্তিশালী ব্যাটিং লাইনআপ। শুরুর সফলতা ধরে রাখতে পারলেন না দুর্দান্ত ছন্দে থাকা বোলাররাও। বিশ্বজুড়ে প্রায় দেড়শ কোটি ভারতীয় সমর্থকদের কাঁদিয়ে আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল অস্ট্রেলিয়া। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ে অজিদের এবারের নায়ক ট্রাভিস হেড।” গতকাল রোববার (১৯ নভেম্বর) আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। জবাবে ৪২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্যাট কামিন্সরা। ফিল্ডিংয়ের সময় রোহিত শর্মার অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন হেড। এরপর পাল্টে যায় ম্যাচের গতিপথ। পরে ব্যাট হাতেও ম্যাচের ভাগ্য গড়ে দেন হেড। খেলেন ১২০ বলে ১৫টি চার ও ৪ ছক্কায় ১৩৭ রানের ঐতিহাসিক ইনিংস। সেমিফাইনালে দক্ষিন আফ্রিকাকে হারানো ম্যাচেও অস্ট্রেলিয়ার নায়ক ছিলেন এই হেড। অথচ চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারেননি হেড। তবু তাকে স্কোয়াডে ধরে রাখে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হয় তার। দারুণ সেঞ্চুরিতে উপলক্ষ রাঙান বাঁহাতি ওপেনার। পরের তিন ম্যাচে বড় হয়নি হেডের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা চারের লড়াইয়ে বল হাতে ২ উইকেটের পর ব্যাটিংয়ে খেলেন ৪৮ বলে ৬২ রানের ইনিংস। সেদিনও তিনি পান ম্যাচ সেরার পুরস্কার। এক আসর পর আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ২০১৫ সালে ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল তারা। এবার ভারতকে তাদের মাটিতে হারিয়ে জিতল ছয় নম্বরটি। ফাইনালে ভারতের দ্বিতীয় পরাজয় এটি। বিশ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেই শিরোপা নির্ধারণী ম্যাচে তারা হেরেছিল ১২৫ রানে। ছয় শিরোপার দুটি ভারতের মাটিতে জিতল অস্ট্রেলিয়া। একটি দেশের মাটিতে, বাকি তিনটি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৪০ (রোহিত ৪৭, গিল ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, সূর্যকুমার ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদিপ ১০, সিরাজ ৯*;
বোলিং: স্টার্ক ১০-০-৫৫-৩, হেইজেলউড ১০-০-৬০-২, ম্যাক্সওয়েল ৬-০-৩৫-১, কামিন্স ১০-০-৩৪-২, জাম্পা ১০-০-৪৪-১, মার্শ ২-০-৫-০, হেড ২-০-৪-০)।
অস্ট্রেলিয়া: ৪৩ ওভারে ২৪১/৪ (ওয়ার্নার ৭, হেড ১৩৭, মার্শ ১৫, স্মিথ ৪, লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*;
বোলিং: বুমরাহ ৯-২-৪৩-২, শামি ৭-১-৪৭-১, জাদেজা ১০-০-৪৩-০, কুলদিপ ১০-০-৫৬-০, সিরাজ ৭-০-৪৫-১)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ফাইনাল: ট্রাভিস হেড।
ম্যান অব দা টুর্নামেন্ট: বিরাট কোহলি।