বিশ্বকাপে আফগান রূপকথা চলছেই, এবার ধরাশায়ী নেদারল্যান্ডস

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আফগান রূপকথা চলছেই, এবার ধরাশায়ী নেদারল্যান্ডস    

জুমাস ডেস্ক: “এবারের বিশ্বকাপে একের পর এক বিষ্ময় উপহার দিয়েই চলেছে আফগানিস্তান। দারুণ পথচলায় এবার তারা উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে। সাত ম্যাচে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল।”  চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ৩৪তম ম্যাচে গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) লক্ষ্ণৌতে আফগানদের জয় ৭ উইকেটে। এটি তাদের টানা তৃতীয় জয়। পাকিস্তানের ২৮২ রান তারা টপকে গিয়েছিল ৮ উইকেট হাতে রেখে, শ্রীলঙ্কার ২৪১ রান পেরিয়ে গিয়েছিল ৩ উইকেট হারিয়ে। নেদারল্যান্ডসের প্রথম সারির পাঁচ ব্যাটারের চারজনেরই রান আউটের আত্মহুতি আর মোহাম্মদ নবি ও নূর আহমেদের বোলিংয়ে ডাচদের ৪৬.৩ ওভারে ১৭৯ রানে গুটিয়ে দেয় আফগানিস্তান। জবাবে ১১১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

সাত ম্যাচে চতুর্থ জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভালোমতোই এগিয়ে গেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমান ৮ পয়েন্ট আফগানিস্তানেরও। দশ দলের তালিকায় তারা উঠে এসেছে পাঁচে। শেষ দুই ম্যাচ জিতলে তো বটেই, অন্তত একটি ম্যাচ জিতলেও শেষ চারের টিকিট কাটার সম্ভাবনা থাকবে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে নেদারল্যান্ডসের পঞ্চম হার এটি। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার আটে। ৫৫ রানে দুই ওপেনারকে হারানোর পর জয় পেতে আর বেগ পোহাতে হয়নি আফগানিস্তানের। রহমত শাহর ৫৪ বলে ৫২ ও অধিনায়ক শাহিদির ৬৪ বলে অপরাজিত ৫৬ রানে রান তাড়ায় আরেকটি দারুণ জয় তুলে নেয় তারা। আজমতউল্লাহ ওমরজাই অপরাজিত ছিলেন ২৮ বলে ৩১ রানে। এর আগে টসজয়ী নেদারল্যান্ডসের হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৪০ বলে ৪২ রান করেন ম্যাক্স ও’দাউদ। তৃতীয় সর্বোচ্চ ৩৫ বলে ২৯ রান কলিন আকারম্যানের। তিন জনই হয়েছেন রান আউটের শিকার। এই তালিকায় আছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসও। ১ বলে কোনো রান না করেই ফেরেন তিনি। একাদশে ফেরা ওয়েসলি বারেসিকে প্রথম ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মুজিব-উর রহমান। দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৬৯ রানের দারুণ জুটি গড়েন আকারম্যান ও দাউদ। দাউদের রান আউটে জুটি ভাঙার পর হুড়মুড় করে ভেঙে পড়ে ডাচদের ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৭৩ থেকে ১১৩ রানে ৬ উইকেট। চারে নামা এঙ্গেলব্রেখট আউট হন ১৫২ রানে অষ্টম ব্যাটার হিসেবে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা অফ স্পিনার নবি। দলে ফেরা আরেক স্পিনার নূর নেন ৩১ রানে ২ উইকেট। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই আসরে ১৫ ম্যাচে যেখানে আফগানিস্তানের জয় ছিল মাত্র একটি, সেখানে চলতি আসরে ৭ ম্যাচেই জয় হলো ৪টি! সবগুলিই এলো সবশেষ ৫ ম্যাচের মধ্যে। 

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ৪৬.৩ ওভারে ১৭৯ (বারেসি ১, দাউদ ৪২, আকারম্যান ২৯, এঙ্গেলব্রেখট ৫৮, এডওয়ার্ডস ০, লিডে ৩, জুলফিকার ৩, লোগান ২, মারওয়ে ১১, আরিয়ান ১০*, মিকেরেন ৪, অতিরিক্ত ১৬;

বোলিং: মুজিব ১০-০-৪০-১, ফজল ৫-০-৩৬-০, আজমতউল্লাহ ৩-০-১১-০, নবি ৯.৩-১-২৮-৩, রশিদ ১০-০-৩১-০, নূর ৯-০-৩১-২)

আফগানিস্তান: ৩১.৩ ওভারে ১৮১/৩ (রহমতউল্লাহ ১০, ইব্রাহিম ২০, রহমত ৫২, শাহিদি ৫৬*, আজমতউল্লাহ ৩১*, অতিরিক্ত ১২;

বোলিং:  আরিয়ান ৮.৩-০-৪৯-০, লোগান ৭-০-৩০-১, মিকেরেন ৫-০-৩৫-০, মারওয়ে ৫-০-২৭-১, জুলফিকার ৩-০-২৫-১, আকারম্যান ৩-০-১২-০)।

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মাদ নবি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *