অবশেষে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

অবশেষে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

জুমাস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর অবশেষে পদত্যাগ করেছেন পরিচালক জালাল ইউনুস। তিনি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন। 

জালাল ইউনুস পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে। 

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)  দুই কাউন্সিলর ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুইজনকে এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দুইজনের মধ্যে জালাল ইউনুস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। সোমবার সেই পদ থেকে এবার সরে দাঁড়ালেন তিনি। 

নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন এনএসসির কাছে। এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে যাননি তিনি।

জালাল ইউনুস দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল। 

‘বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে দুইজন ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনীত করা হচ্ছে। এই কারণে পুরোনো দুইজনকে বাদ দিতে হচ্ছে। নতুন দুইজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ফারুক আহদে। অন্যজন নাজমুল আবেদিন ফাহিম। এই দুইজনকে এনএসসি থেকে মনোনীত করা হচ্ছে। তারা বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হবেন। এরপর পরিচালকদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হবে। সভাপতি হিসেবে ফারুক আহমেদ অনেকখানিই এগিয়ে রয়েছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *